শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর স্মৃতি ফলক উন্মোচন

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। প্রিয় মাতৃভূমিকে হানাদারমুক্ত করে ত্রিশ লক্ষাধিক প্রাণ আর চার লক্ষাধিক মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে মহত্তর বিজয় আমরা অর্জন করি। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সামনে নিয়ে দীর্ঘ বছর জাতির মুক্তির সংগ্রাম পরিচালনা করে, নিজের জীবন উৎসর্গ করে, ধাপে ধাপে অগ্রসর হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর সংগ্রামী গৌরবগাথা জীবন অম্লান থাকবে।

১৫ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী’র স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল আলম এ কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষে সকলকে একটি শুভ কাজ সম্পাদনের মাধ্যমে মুজিববর্ষ (১৭ মার্চ ২০২০-১৭ মার্চ ২০২১) উদযাপন করার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যাক্ষ মোঃ ছাইয়েদুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুদ্দিন এমরান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্ধনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবেদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদা ইয়াসমিন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ছায়েদ আলী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মির্জা নুরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক একেএম রশিদুল হাসান, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক করবী রায়, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন, দর্শন বিভাগের প্রভাষক মোঃ আজিজুর রহমান প্রমুখ।

Spread the love