শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সরকারি মহিলা কলেজে হুস নাটক মঞ্চস্থ

জিন্নাত হোসেন : আমাদের থিয়েটারের হুস নাটকে দেখা যায়, একদল তরুন এইচআইভি/এইডস বিষয়ে পাড়ায় মহল্লায়, গ্রামে-গঞ্জে, হাট-বাজারে গান গেয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে বেড়ায় । একই এলাকার ধেবল নামের এক গোঁয়ার ছেলে তাদের বিরোধীতা করে। এবং ওই এলাকার মাতবর মঙ্গলুকে এইসব সমাজ বিরোধী কাজ কর্মে উসকিয়ে দেয়। মঙ্গলু এসব কাজ বন্ধ করার জন্য ধেবলকে কাঠোর নির্দেশ দেয়। তারপর শুরু হয় উভয়ের মাঝে চরম উত্তেজনা। এক পর্যায়ে মঙ্গলু সার্বিক বিষয়াদি উপলব্ধি করে ও নিজের সম্পৃক্ততা ঘোষনা করে। এবং পারায় মহল্লায় আরো ব্যাপক কার্যক্রম চালানোর জন্য নিজেই সহযোগিতা শুরু করে। কিন্তু তারপরও ধেবল নিজেকে আর সুধরায়না।

১ ডিসেম্বর সোমবার দিনাজপুর সরকারি মহিলা কলেজ শহিদ মিনার প্রাঙ্গনে আমাদের থিয়েটারের উদ্যোগে এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের থিয়েটারের উদ্যোগে হুস নাটক মঞ্চস্থ হয়। পরিবেশিত নাটকের উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক মোজাম্মেল হক বিশ্বাস বিশ্বাস। আমাদের থিয়েটারের তারিকুজ্জামান তারেক রচিত হুস নাটকে অভিনয় করেন ইফতেখার উদ্দীন চানু, তারিকুজ্জামান তারেক, শশাঙ্ক শাহ বাবুল, হারুন-উর-রশিদ, দুাল বসাক ও কোরাইশা আকতার স্মৃতি প্রমুখ।

Spread the love