শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচিতে উপকারভোগীদের নিয়ে আন্তঃসম্পর্ক উন্নয়ন সভা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর সদর উপজেলা ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ হল রুমে ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে পল্লীশ্রী, ওয়ার্ল্ড ভিশন ও পামডো’র আয়োজনে উপকারভোগীদের নিয়ে আন্তঃসম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

১নং চেহেলগাজী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন সমাজসেবা অফিসার মোঃ মুনসেফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইভিপিআরএ প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ তারিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, পল্লীশ্রীর ইভিপিআরএ প্রকল্পের সিডিএস মোঃ হাবিবুর রহমান জনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিডিএস পারভীন আক্তার, আঞ্জুমান আরা, সাহিদা ইয়াসমিন ও দূর্গাপদ অধিকারী। আন্তঃসম্পর্ক সভায় বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচিতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়নের ফলে দরিদ্র-হত দরিদ্র উপকারভোগীরা সরকারি সেবার প্রাপ্তিতে বর্তমানে অনেক সচেতন হয়েছে। তারা তাদের অধিকার নিয়ে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী-পুরুষদের ক্ষমতায়ন পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা-স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ নারী ভাতা, মাতৃকালিন ভাতা, ভিজিডি কর্মসূচি, ভিজিএফ কর্মসূচি, কাবিখা, শিক্ষা উপবৃত্তি প্রকল্প সমন্ধে উপকারভোগীরা যথেষ্ট সচেতনার সাথে ভোগ করছে।

Spread the love