শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সেন্ট যোসেসফ স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষিকা সিস্টার পিয়া আর নেই

Pic-Sister pya Farnandejদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সেন্ট যোসেফস্ মিশন স্কুলের প্রতিষ্ঠাতা প্রবীন শিক্ষিকা সিস্টার পিয়া ফারনানদেজ বার্ধক্য জনিত কারনে বৃহস্পতিবার সন্ধ্যায় পরোলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।

শুভাকাঙ্খীদের এক নজর দেখার জন্য গতকাল শুক্রবার ভোর ৫ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তাঁর মরদেহ গণেশতলাস্থ সেন্ট যোসেফস্ স্কুলে রাখা হয়। স্থানীয় সাংসদ এম ইকবালুর রহিমসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন।

সেখান থেকে নিয়ে যাওয়া হবে কসবা (বড় মিশন) ক্যাথিড্রাল চার্চে। সেখানে ধর্মীয় অনুষ্ঠান (মিশা) শেষে দুপুর ২টায় তাকে কসবা মিশন কবরস্থানে সামাধীস্থ করা হয়।

 

সিস্টার পিয়া ১৯১৪ খ্রীষ্টাব্দের ১০ জুন কার্নাটাকার ম্যাঙ্গালোরে জন্ম গ্রহন করেন।  তিনি ১৯৫১ খ্রীষ্টাব্দের ২৪ জুলাই বাংলাদেশে আসেন। ওই বছরেই ১ আগষ্টে মাত্র ১ জন ছাত্রীকে নিয়ে দিনাজপুর সেন্ট যোসেফ্স স্কুল কার্যক্রম শুরু করেন। তিনি ২০১০ সালে ‘‘এসো দেশ গড়ি’’ আয়োজিত সাদা মনের মানুষ হিসেবে ভুষিত হন। এছাড়া দিনাজপুর প্রেসক্লাব শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করে তাঁকে।

Spread the love