শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর স্টেট কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জিন্নাত হোসেন ॥ দিনাজপুরে একটি মান সম্মত, আধুনিক উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ নিয়ে প্রতিষ্ঠিত স্টেট কলেজের চলমান কার্যক্রমের অংশ হিসেবে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আনন্দমুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও এইচএসএস প্রথম বর্ষের প্রশিক্ষর্থীদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ। ১৪ ডিসেম্বর শুক্রবার সকালে দিনাজপুর শহরের সিএন্ডবি মোড়স্থ বড় মাঠ সংলগ্ন ঈদগাহ আবাসিক এলাকায় দিনাজপুর প্রাইভেট স্টেট কলেজের মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও এইচএসসি শিক্ষার্থীদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কলেজের নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন স্টেট কলেজের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির সদস্য মোঃ ইসতিয়াক আহমেদ, মোঃ রাশেদ ফারুক, মোঃ মাহফুজুর রহমান, তোফাজ্জল হোসেন, ইংরেজি শিক্ষক আখতারুল ইসলাম, আইসিটি শিক্ষক ফরহাদ মোক্তার, জীববিজ্ঞান শিক্ষক কনক চন্দ্র রায়, গণিত শিক্ষক আলমঙ্গীর হোসেন, কৃষি শিক্ষক কানিজ ফারহানা, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আলী হোসেন, জাফর আলী, মেরিনা আক্তার প্রমুখ। সভাপাতির বক্তব্যে প্রইভেট স্টেট কলেজের সভাপতি প্রফেসর মোঃ ইসমাইল হোসেন বলেন জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় অবাধ বিচরণে পারদর্শী করে গড়ে তুলতে আমাদের শিক্ষার্থীদেরকে প্রস্তুত করে তুলতে চাই। এর মধ্যে দিয়ে বিশ্বের সকল প্রান্তের মেধাবীদের সাথে মোকাবেলা করেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবে। এতে করে জাতীয় দেশ হিসেবে আমরা সমাদৃত হবো।

Spread the love