শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর হরিজন বাঁশফোর কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর হরিজন বাঁশফোর কল্যাণ পরিষদের এক সভা শুক্রবার সন্ধায় বালুবাড়িস্থ হরিজন কলোনীতে অনুষ্ঠিত হয়। হরিজন কলোনী সংলগ্ন ঢিপিপাড়ার বিশিষ্ট রাজনীতিক মো. মখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিষদের সভাপতি রংলাল বাঁশফোর সূচনা বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন হরিদেব বাঁশফোরসহ, জয় বাঁশফোর, রাজকুমার বাঁশফোর, রমেশ বাঁশফোর, কৃষ্ণ বাঁশফোর, সাজন বাঁশফোর প্রমুখ। গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, ওমেন বাইক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু ও সমাজকর্মী আফসানা আফরোজ ইমু সভায় উপস্থিত ছিলেন। সভায় ব্যাপক আলোচনান্তে সিদ্ধান্ত হয় যে, হরিজন বাঁশফোর সমাজের উন্নয়ন ও কল্যাণের জন্য সংগঠণকে শক্তিশালি করা প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলে সংগঠণ শক্তিশালি হতে পারে আলোচনান্তে বাঁশফোর সমাজের নেতৃবৃন্দ প্রস্তাব রাখেন। এই প্রস্তাবের আলোকে সিদ্ধান্ত হয় যে, আগামী জানুয়ারি মাসে দিনাজপুর হরিজন বাঁশফোর কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যথাসময়ে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সভায় সর্ব সম্মতিক্রমে দিনাজপুর জেলা এডভোকেসী প্লাটফর্ম এর সভাপতি ও দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষকে প্রধান উপদেষ্টা, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েলকে আহ্বায়ক এবং সমাজকর্মী ও ওমেন বাইক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যগণ হলেন মো. মোখলেসুর রহমান, আফসানা আফরোজ ইমু, আলবিনুস টুডু, শ্রীকৃষ্ণ বাঁশফোর ও সাজন বাঁশফোর।

Spread the love