বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর হলিল্যান্ড কলেজের নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাহেব, দিনাজপুর ॥ জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদানের মধ্য দিয়ে দিনাজপুর হলিল্যান্ড কলেজ নতুনদের নবীনবরন অনুষ্ঠান সম্পন্ন করলো। আল-শাহরিয়ার ও অরিন ২০১৯ সালের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ফলে তারা পিছিয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষ তাদেরকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করে এবং চুড়ান্ত পরীক্ষায় জিপি-৫ পেয়ে উত্তীর্ণ হয়।  ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হলিল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুর রউফ।  মেধাবী এই ২ ছাত্রের মাতা  জসমিন আরা ও জান্নাতুন ফেরদৌস সন্তানের ল্যাপটপ গ্রহন করেন। মেধাবী ২ ছাত্রকে ল্যাপটপ দেয়ায় নতুন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসব ছড়িয়ে পড়ে এবং জিপিএ ৫ হিসেবে উর্ত্তীর্ণ হওয়ার অঙ্গিকারবদ্ধ হয় এ নতুন শিক্ষার্থীরা।

হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ রৌশন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাজ্যের আওয়ার টিউটর নেশনওয়াইড লিমিটেডের পরিচালক সাহাদাৎ খান মুন্না, হলিল্যান্ড কলেজের পরিচালক সৈয়দ সায়েম আহমে মিঠু, পরিচালক (শিক্ষা), সালাউদ্দিন খোকন, কলেজের উপাধক্ষ্য মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালক (আবাসিক) আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন হলিল্যান্ড কলেজের প্রভাষক (ইংরেজি) মোঃ মহিউদ্দিন আলমগীর। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Spread the love