শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর হাবিপ্রবির সনাতন বিদ্যার্থীদের মানববন্ধন পালন

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কর্ণাইসহ সারাদেশে সনাতন ধর্মালম্বীসহ স্বাধীনতার স্বপক্ষের মানুষের উপর বিএনপি-জামাতের হামলা এটা শুধু নির্বাচনী সহিংসতা নয় এটি একটি সন্ত্রাসবাদ-জঙ্গীবাদ। সনাতন ধর্মালম্বীদের উপর হামলা রাষ্ট্রের বিরুদ্ধে- স্বার্বভৌমত্বের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধ। যারা সন্ত্রাসবাদের মাধ্যমে নিরীহ মানুষের উপর হামলা লুটপাট ও অগ্নি সংযোগ করেছে তাদের রাষ্ট্রকে কঠোর হস্তে দমন করতে হবে। পাশাপাশী জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সন্ত্রাস ও জাঙ্গীবাদকে রুখে দিতে।

গতকাল রোববার দিনাজপুরের কর্ণাইসহ দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্থদের যথাযথ পুনর্বাসনের দাবীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদ ও সচেতন শিক্ষার্থীবৃন্দ আয়োজিত বিশ্ববিদ্যালয় সামনের মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা একথা বলেন। সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি লিটন কুমার মহন্ত এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে চলাকালীন সময়ে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক আশিষ কুমার মন্ডল, কিশোর কুমার রায়, ইংরেজী বিভাগের শিক্ষক দ্বীপক কুমার সরকার, ফিসারিজ বিভাগের শিক্ষক নিপা গুপ্তা, পরিসংখ্যান বিভাগের শিক্ষক রাজিব দে, গীতা সংঘের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, শিক্ষার্থী চয়নিকা ব্যানার্জী, অনামিকা সরকার, রতন কুমার রায়, রমনী কান্ত বর্মন প্রমুখ।

Spread the love