শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধিঃ রাজধানী ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ, মিছিল-মিটিং, মানববন্ধন নিষিদ্ধ ঘোষানর প্রতিবাদের কেন্দ্রীয় বিএনপির ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা বিক্ষোভ ও সমাবেশ করেছে।

হাবিপ্রবি ছাত্রদল শাখার আহবায়ক সিনিয়র ছাত্রনেতা ইত্তেহাদুল উম্মাহ্ টিকেলের নেতৃত্বে রোববার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পিনু, রফিক, কমল, সিফাত প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে শেখ হাসিনা দিশেহারা হয়ে পড়েছে। ব্যর্থতা ঠেকাতে গনতান্ত্রিক অধিকার হরন করে সভা-সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ করেছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোন আদেশ ও নির্দেশ বাসত্মবায়ন করতে ছাত্রদলের প্রতিটি নেতা-কমী প্রস্ত্তত। সারা দেশের মানুষ আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না। বক্তারা দেশের সার্বিক দিক বিবেচনা করে হাবিপ্রবি’র আগামী ২৪,২৫ ও ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বন্ধ করার দাবী জানান।

Spread the love