মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ॥‘যুক্তির আহবানে মুক্তির কলতান, বিতর্কের হাত ধরে গর্জুক শতপ্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (এইচএসটিইউ ডিএস)’র আয়োজনে আজ শুক্রবার বেলা ১০ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রংপুর বিভাগের ৮ জেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫০ জন শিক্ষার্থীর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। হাবিপ্রবি’র ডিবেটিং সোসাইটির সভাপতি জাহিদুল ইসলাম শিহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শ্রীপতি সিকদার, হাবিপ্রবি’র রেজিষ্ট্রার প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক, হাবিপ্রবির হিসাব শাখার পরিচালক প্রফেসর মো. শাহাদৎ হোসেন।

Spread the love