শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ৫দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ২৪-২৮ সেপ্টেম্বর ৫ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।

 

বুধবার বিকেল ৩টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত দিনাজপুর চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।

 

দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আসফ-উদ-দৌলা জানান, ৫ দিন ব্যাপী উৎসবে ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে ছানা ও মুক্তিযুদ্ধ এবং লালন এ দুটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

 

এরপর বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে মেঘের অনেক রং এবং টেলিভিশন দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। শুক্রবার বিকাল ৩টা থেকে শ্রাবন মেঘের দিন এবং মাটির ময়না দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। শনিবার বিকাল ৩টা থেকে জীবন থেকে নেয়া এবং হাজার বছর ধরে এদুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রোববার বিকেল ৩টায় সমাপনী দিনে রাজলক্ষী ও শ্রীকামত্ম এবং সাড়ে চুয়াত্তর চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্র উৎসব সকলের জন্য উম্মুক্ত করা হয়েছে বলে তিনি আরও জানান।

Spread the love