বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর-৬ আসনে একমাত্র নারী প্রার্থী শাহিদা খাতুন

দিনাজপুর প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে বিভিন্ন দলের ৩৪ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা খাতুন।

দিনাজপুরের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বড় আসন এটি। এ আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে ভোটের মাঠে ৩ জনকে দেখা পেলেও একমাত্র নারী প্রার্থী শাহিদা খাতুনকে দেখেননি ভোটাররাই।

জানা যায়, প্রার্থী শাহিদা খাতুনের বাড়ী লালমনিরহাট জেলার হাতীবান্ধায়। দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-হাকিমপুর-বিরামপুর-নবাবগঞ্জ) আসনে তার দল ন্যাশনাল পিপলস পার্টি তাকে মনোনয়ন দিয়েছে।

এ আসনের নবাবগঞ্জ উপজেলার সচেতন এক নাগরিক মতিউর রহমান জানান, এ আসনে ৪জন প্রার্থী রয়েছে। কিন্তু এর মধ্যে কেউ দেখননি তার আম মার্কার পোষ্টার বা নারী প্রার্থীকে। অনেক ভোটার তার নাম বা মার্কাটাই বলতে পারেননি বলে জানান তিনি।

প্রার্থী শাহিদা খাতুন মুঠোফোনে জানান, নির্বাচনী প্রচারনায় এখনো নামেননি তিনি। তবে এরই মধ্যে একবার ঘোড়াঘাট-হাকিমপুরে কিছু প্রচারনা চালিয়েছেন। আগামী ২০ ডিসেম্বর থেকে প্রচারনায় নামবেন বলে জানান।

উল্লেখ্য, এ আসনে আওয়ামীলীগের প্রার্থী শিবলী সাদিক এমপি (নৌকা) প্রচারনার শীর্ষে থাকলেও বিভিন্নভাবে প্রচারনায় আছেন জামায়াতের আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নুর আলম সিদ্দিক(হাত পাখা)।

Spread the love