বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর দিনাজপুর জেলা আইনজীবী সমিতিতে বঙ্গবন্ধুর ছবি উত্তোলন

এম.আর. মিজান ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেরীতে হলেও সম্মান দেখাতে পেরে আমরা গর্বিত। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ সম্মান দেখানোর প্রয়োজন অনেক আগেই ছিল। কেননা, এটি সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যেও পড়ে। সাংবিধানিক এ বিষয়টির প্রতিফলন ঘটিয়ে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদককের অফিস কক্ষে বঙ্গবন্ধুর ছবি উত্তোলন করা হলো। এখানে একটি দুঃখজনক ঘটনা হলো- সদ্য বিদায়ী সভাপতি নুরুজ্জামান জাহানী ও সাধারন সম্পাদক তহিদুল ইসলাম সরকার কি কারণে বঙ্গবন্ধুর ছবি উত্তোলন করেননি, তা আমাদের বোধগম্য নয়। অথচ তারাও আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তারা ভুল করলেও আমরা ভুল করতে পারিনা। আমরা আজ গর্বের সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উত্তোলন করে তাঁকে যথাযথ সম্মান প্রদর্শন করেছি এবং সাংবিধানিক বাধ্যবাধকতা পালন করেছি।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের অফিস কক্ষে বঙ্গবন্ধুর ছবি উত্তোলন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি বৃহত্তর দিনাজপুর মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই, সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট-১, স্পেশাল পিপি এ্যাডঃ সামসুর রহমান পারভেজসহ আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Spread the love