শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘দুর্নীতিবাজ যে দলেরই হোক তাঁকে ছাড় দেয়া হবে না’

কিশোরগঞ্জের তাড়াইলে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভাটির শার্দূল মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দুর্নীতিবাজ যে দলেরই হোক তাঁকে ছাড় দেয়া হবে না। কারণ দুর্নীতিবাজ দেশ ও জাতির শত্রু। দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। গতকাল বুধবার বিকেলে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু’র সভাপতিত্বে ও তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঞা মোতাহারের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

রাষ্ট্র প্রধান আরো বলেন, আমার স্পষ্ট মনে আছে ১৯৭০ এর নির্বাচনে আমি যখন তাড়াইলে আসি তখন তাড়াইলে মানুষ আমাকে ভালোবেসে বলতো ‘গাছের আগায় পক্ষী, হামিদ ভাই লক্ষী’ এ কথাটা সারা জীবন আমার হৃদয়ে গাঁতা থাকবে, আমি তা কোনোদিন ভুলবো না। আর এই ভালোবাসার কারণেই আজ আমি রাষ্ট্রপতি। আমাকে একটা গন্ডির ভেতর থাকতে হয় তবে আামার হৃদয়টা থাকে আপনাদের মাঝে।  বুধবার দুপুরে বঙ্গভবন থেকে ছেড়ে আসা রাষ্ট্রপতিকে বহনকরা হেলিকপ্টার তাড়াইল উপজেলার শিমুলআটি অস্থায়ী হ্যালিপেডে অবতরণ করে। সেখান থেকে তিনি গাড়িবহরযোগে সরাসরি চলে যান উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠে নির্মিত স্বাধীনতা ‘৭১ ভাষ্কর্য এর উদ্বোধন স্থলে। সেখানে যাওয়ার পর মহামান্যকে দেয়া হয় গার্ড অব অনার। পরে তিনি স্বাধীনতা ‘৭১ ভাষ্কর্য এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি তাড়াইল নাগরিক কমিটির উদ্যোগে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে যোগদেন। তাড়াইল উপজেলাবাসীর পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম শাহীন তার বক্তব্যে রাষ্ট্রপতির কাছে তিনটি দাবি তুলে ধরেন, নরসুন্দা নদী খনন, স্টেডিয়াম নির্মাণ, পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা ও তাড়াইল সরকারি কলেজের পক্ষ থেকে দাবি জানানো হয় কলেজের একটি একাডেমিক ভবন নির্মাণ করার জন্য। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, আমাকে বহনকরা হেলিকপ্টার যে জায়গায় অবতরণ করছিল সেই জায়গায় স্টেডিয়াম নির্মাণ করা হবে ও আমাকে যে কলেজের মাঠে নাগরিক সংবর্ধনা দেয়া হচ্ছে সেখানে একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। এ ছাড়া অন্যান্য দাবির ব্যাপারে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। এতে আমি সার্বিক সহযোগিতা করবো। মহামান্য সরকারি চাকুরীজীবি ও রাজনীতিবীদদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে সোচ্চার হয়েছেন, তাই আপনার কেউ দুর্নীতি করবেন না, এমনকি দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবেন না। তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারোয়ার মোরশেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক,  তাড়াইলের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুল হাই প্রমুখ। মহামান্য রাষ্ট্রপতির শুভ আগমন উপলক্ষে তাড়াইল উপজেলা সদর থেকে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠ পর্যন্ত ছিল লোকে লোকারন্য। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মহামান্যকে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল সহকারে সুধী সমাবেশে যোগদেন বিভিন্ন পেশাজীবির মানুষ।

Spread the love