বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেবীগঞ্জে জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাত মাহফিল

রাসেল আহম্মেদ প্রধান ,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা বিএনপির আযোজনে শনিবার ১৯শে জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাত মাহফিল অনুষ্টিত হয়েছে। দেবীগঞ্জ মন্সিপাড়ার রফিকুল মেম্বারের মিলের চাতালের প্রাঙ্গনে সকালে আলোচনা সভার পরে বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তি সহ সকল নেতাকর্মী সহ দেশের জন্য মিলাত মাহফিল করে দোয়া করা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু তোরাব সরকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাসমত আলী মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সফিয়ার রহমান চৌধুরী, পামুলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক চেীধুরী মোঃ তানভীর যোবায়ের হোসেন( ডিউক), উপজেলা বিএনপির সদস্য মোঃ ফরিদুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ উপজেলা যুবদলের নেতা মোঃ তাসরিফুল ইসলাম তমু, উপজেলা ছাত্রদলের নেতা রাসেল আহম্মেদ প্রধান, কাদেরী কিবরিয়া রানা প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা জিয়াউর রহমানের আর্দশ নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে কেন্দীয় কমিটির সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, এরা একটি অবৈধ পাতানো নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় বসেছে এবং জনগনের সাথে প্রতারণা করে ভোট ছিনতাই করে ক্ষমতা টিকিয়ে রেখেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে আটক করে রেখেছে বর্তমান এ  ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক সরকার এই স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে আন্দোলন ছাড়া কোন বিকল্প নাই তাই আগামীতে সকল আন্দোলন সংগ্রামে সকলকে  এগিয়ে আসার আহবান জানান। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, কৃষকদল, জিয়া পরিষদ, ছাত্রদলের নেতাকর্মী ও বিভিন্ন পয়ায়ের সাধারণ মানূষ উপস্থিত ছিলেন।

Spread the love