শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশজুড়ে ‘বই উৎসব’

বছরের প্রথম দিনেই দেশজুড়ে নতুন বইয়ের উৎসব। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন ক্লাসের নতুন পাঠ্যবই পেয়ে উল্লাসে মেতেছে।

দেশের রাজধানীর বিভিন্ন এলাকার ২৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ হাজার ক্ষুদে শিক্ষার্থী ও ছয় শতাধিক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে উপস্থিত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) ভোর ৬টা থেকে শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বেলুন ও কবুতর উড়িয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব ২০২০ উদ্বোধন করেন।

এর পর পরই সারাদেশের প্রতিটি স্কুলে শুরু হয়ে যায় বিনামূল্যে বই বিতরণ উৎসব ২০২০।

Spread the love