শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, তা মোকাবেলায় নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে ।

শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের পরে আমি মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং মজবুত অবস্থায় রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সবসময়ই ঘটে থাকে। তার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত, দুর্ঘটনা ঘটনার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। আপনারা স্বপ্ন দেখতেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের কথা আজ সেটা নিরঙ্কুশ জয় লাভ করেছে সারা বাংলাদেশে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সুশাসন প্রতিষ্ঠার জন্য সব কিছুই করা হবে। যেই অপরাধ করুক তাকে আইনের আওতায় আনা হবে। ছাড় দেওয়া হবে না। একাদশ জাতীয় নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। তবে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যা সবসময়ই ঘটে থাকে। তার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Spread the love