শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে শিক্ষানীতি চালু করায় সারাবিশ্ব শেখ হাসিনাকে প্রশংসিত করছে-বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন

জিন্নাত হোসেন ঃ দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন বলেছেন, স্বাধীনতার সুদীর্ঘ  বছরে আমাদের শিক্ষার কোন নীতিমালা ছিল না। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মান উন্নয়নে শিক্ষানীতি প্রণয়ন করেছে। শিক্ষানীতি প্রণয়নকালে এদেশের অনেকেই শিক্ষা ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টির লক্ষ্যে এই শিক্ষা নীতির বিরোধিতা করেছিল। কিন্তু দেশে শিক্ষানীতি চালু করায় সারা বিশ্ব আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসিত করছে।

বৃহস্পতিবার দিনাজপুর উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে বিদ্যালয় ভিত্তিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন একথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে এবং মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে সরকার বদ্ধ পরিকর। ২০৪১ সালের বাংলাদেশকে একটি উন্নত জাতীতে রুপান্তরিত করতে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হবে। এজন্য শিক্ষকদের তিনি শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরন গড়ে তোলার আহ্বান জানান। দিনাজপুরের অভিভাবক ও শিক্ষার্থীরা যাতে মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বোধ না করে, এ জন্য তিনি শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করে দিনাজপুর উচ্চ বিদ্যালয়কে দিনাজপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমতুল্য করে গড়ে তোলার আহ্বান জানান।বিদ্যালয় ভিত্তিক শিক্ষার গুণগত মান উন্নয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায়, সাইতারা বিদ্যালয়ের শিক্ষক ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক বসাক, খানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও ফাঁসিলা ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক কামরুন নাহার। বিদ্যালয় ভিত্তিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক কর্মশালায় দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করে।

Spread the love