শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের অবৈধ পন্থায় শিক্ষক নিয়োগের অভিযোগ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় সহকারী শিক্ষক (গণিত) পদে অবৈধ পন্থায় ও বে-আইনী ভাবে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগ দেয়ার পক্রিয়া করায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য সচীব প্রধান শিক্ষক কমিটির ৯জন সদস্যকে বিবাদী করে উক্ত পদের প্রার্থী দাবিদার মোঃ তোফাজ্জল হোসেন বোচাগঞ্জ থানা সহকারী জজ আদালত, দিনাজপুরে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৩৫/১৪ অন্য তাং- ২৮-০৯-২০১৪ ইং।
কোর্টে মামলা সুত্রে প্রকাশ, বাদী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের বাসিন্দা তার করা  মামলায়  উল্লেখ করেন যে, ০২/০৪/২০১৩  সালের দৈনিক ভোরের ডাক পত্রিকায় বোচাগঞ্জ উপজেলার দৌলপুর উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগে সহকারী শিক্ষক (গনিত) পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। সেই সুত্র ধরে বাদী তোফাজ্জাল হোসেন সকল নিয়মনীতি মেনে আবেদন জমা দেন। উক্ত পদে আরো বেশ কয়েকজন প্রার্থীও আবেদন করলে ম্যানেজিং কমিটি স্কুলের প্যাডের পাতায় গত ২৫/০৫/২০১৩ তারিখের স্বারক নং-২৭৯,/দৌ.উ.বি/নিয়োগ/২০১৩ এর আলোকে বাদী সহ অন্যান্য প্রার্থীদের ০১/০৬/২০১৩ তারিখে বেলা ২টায় দিনাজপুর পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটে লিখিত, মৌখিক ও ব্যবহারীক পরীক্ষায় অংশ নেয়ার আহবান জানান। সে মোতাবেক পরীক্ষায় অংশ নেয়ার পর ম্যানেজিং কমিটি উপরোক্ত বিবাদীগন মৌখিকভাবে বাদী তোফাজ্জল কে নিয়োগ পরীক্ষায় প্রথমস্থান অধিকার করার কথা জানান এবং অচিরেই ডাকযোগে তার নিয়োগপত্র প্রেরন করা হবে বলে জনিয়ে দেন। কিন্তুু পরীক্ষার ৭/৮ দিন পরও বাদী ডাকযোগে নিয়োগপত্র না পাওয়ায় চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। পরে নিজেই স্কুলে গিয়ে সভাপতি ও প্রধান শিক্ষক বিজয় কুমার রায়কে তাকে নিয়োগ দিতে কালক্ষেপন করেন এবং তার কাছ থেকে নিয়োগ বাবদ ৫ লাখ টাকা দাবী করেন টাকা না দিতে পারলে নুতন ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করবে ও অন্য ব্যক্তিকে টাকার বিনিময়ে নিয়োগ দিবেন বলে জানান। এই কথা শুনে বাদী হতাশ হয়ে পড়েন এবং কমিটির কাছে বার বার ধর্না দিয়েও কোন সদুত্তর পায়নি। এদিকে স্কুলের অসৎ ও দূর্ণীতিবাজ প্রধান শিক্ষক বিজয় কুমার রায় গোপনে ১৫-০৬-২০১৪ তারিখে দৈনিক স্বর্ণ সকাল পত্রিকায় সহকারী শিক্ষক (গণিত) পদে পুনরায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলে পুর্বের প্রার্থী বাদী তোফাজ্জাল বিষয়টি প্রধান শিক্ষককে তার পদে কেন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে জানতে চাইলে চতুর প্রধান শিক্ষক পুনরায় তাকে টাকা না দেয়ার কথা স্মরণ করে বলেন টাকা ছাড়া তাকে নিয়োগ দেয়া হবে না। এদিকে স্কুলের সদস্য সচীব ও প্রধান শিক্ষক তারাহুড়া করে অনিয়মতান্ত্রিক ভাবে ও অবৈধ পন্থায় ভোকেশনাল শাখায় শিক্ষক নিয়োগের বিষয়টি জানান পর পরই গত ১-০৬-২০১৩ তারিখে পরীক্ষায় উত্তীর্ন প্রার্থী তোফাজ্জাল হোসেন নিয়োগ পরীক্ষা স্থগিত করার জন্য স্কুল ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ফরহাদ হাসান চৌধুরী ইগলু, প্রধান শিক্ষক বিজয় কুমার রায়, অভিভাবক সদস্য ধনী রাম রায়, মোঃ মোখলেস, মোঃ শাহীন, চঞ্চল চন্দ্র রায়, শিক্ষক প্রতিনিধি মোজাম্মেল হক, মোঃ মেহেদী হাসান, মহিলা শিক্ষক প্রতিনিধি কনিকা রানী রায়কে আসামী করে কোর্টে মামলা করেছেন। এদিকে স্কুলের অভিভাবক ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার রায় ঐ সময়ে বর্তমান সভাপতিকে পাশ কাটিয়ে এককভাবে তার পছন্দের প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও এলাকাবাসীর প্রবল প্রতিরোধের মুখে নিয়োগ দিতে না পারায় এই জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ঐ সময় এলাকাবাসী দূর্ণীতিবাজ প্রধান শিক্ষক বিজয় কুমারের এহেন কর্মকান্ডের জন্য স্কুলে তালা ঝুলিয়ে দেয়।

Spread the love