শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় পর্যায়ে গড়াতে পারে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন

04 afghan-presidential-electionদ্বিতীয় পর্যায়ে গড়াতে পারে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন এ আভাস দিয়েছে দেশটির গণমাধ্যম। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এসব গণমাধ্যম জানিয়েছে, গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আট প্রার্থীর কেউই শতকরা ৫০ ভাগের বেশি ভোট পাবেন না।

আফগানিস্তানের নির্বাচনি আইনে বলা হয়েছে, প্রথমবারের নির্বাচনে কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হলে নির্বাচন দ্বিতীয় পর্যায়ে গড়াবে। ওই নির্বাচনে প্রথম নির্বাচনের সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে নির্বাচনে যে প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট পাবেন তিনিই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

অবশ্য আফগান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের প্রধান আহমাদ ইউসেফ নুরিসত্মানি বলেছেন, শনিবারের ঐতিহাসিক নির্বাচনে ৭০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। তালেবানের নির্বাচন বানচাল করার হুমকি এবং খারাপ আবহাওয়া উপেক্ষা করে তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

আফগানিস্তানের পাজুক বার্তা সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি আহমাদজাই শতকরা ৪২ ভাগ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ পেয়েছেন শতকরা ৪১ ভাগ ভোট। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি এ খবর দিলেও নির্বাচন কমিশন বলেছে, চূড়ান্ত ফল ঘোষণা করতে অন্তত ২০ দিন সময় লাগবে।

Spread the love