শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দ্রুত সময়ে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে-বাণিজ্য সচিব

দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সচিব বলেন, এস আলম গ্রুপের কার্গো বিমানের প্রথম চালান বাংলাদেশ এসে পৌঁছাবে মঙ্গলবার। এছাড়া বিভিন্ন জেলার পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে। 

মিনিমাম রফতানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ রফতানি তিনগুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এছাড়া টিসিবির কার্যক্রম ঢাকাসহ সারাদেশে জোরদার করা হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখ করে জাফর উদ্দিন বলেন, এ ঘটনায় এ পর্যন্ত ২ হাজার ৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Spread the love