শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় সাজে গুরু ধন দাস ॥ এক অন্যরকম পাগল

বেলাল উদ্দীন ॥ দিনাজপুরে রেল যোগে প্রায় প্রতিদিন আসে অসংখ্য যাত্রী আর সাথে নিয়ে আসে কত ধরনের ভিখেরি, ভবঘুরে, মতিভ্রম পাগল। দিনাজপুর রেল স্টেশন ঢাকা দিনাজপুর লাইনে শেষ পয়েন্ট হওয়ায় এখানে নামতে হয় সব যাত্রীদের। পাগল, ভবঘুরে, ভিখেরী সবাই নেমে পড়ে।

সবাই নিজের গন্তব্য স্থানে চলে গেলেও পাগলের কোন নিদৃষ্ট স্থান না থাকায় তারা দিনাজপুর শহরময় মুক্ত ভাবে ঘোরাফেরা করে। এমনই একজন পাগল গুরুধন দাস। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। বাড়ী সিলেট জেলা। ঢাকা থেকে রেল গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে চোখ খুলে দেখে দিনাজপুর পৌছে গেছে। তার পর দিনাজপুর রেল স্টেশনে নেমে সোজা হাটা দেয় লিলির মোড়ে। সেখানকার পরিবেশ তাকে ভাল লাগেনি কারন সেখানে কোন ফুলের বাগান নেই। পরে গুরুধন দাস পাগল রওয়ানা দেয় ফায়ার সার্ভিসের দিকে। সেখানে কিছু ফুলের গাছ দেখে বেশ আনন্দ পায়। কিন্তু ইয়া বড় গেট ও পোশাকী মানুষ দেখে আবার সোজা রওয়ানা দেয় সামনের দিকে। চোখে পড়ে সেন্ট যোসেফ মিশন স্কুল। স্কুলের বাউন্ডারীর মধ্যে বড় বড় ফুলের গাছ। যা কিনা বাউন্ডারী প্রাচীর উপচে বাইরে বেরিয়ে আছে। গুরুধন মহা খুশি। গাছের ডাল থেকে ফুল ছিড়ে হাত বা ও মাথার চুলে বাঁধে। যেন ফুল পেয়ে আত্মহারা। অঙ্গ প্রতঙ্গে তার ফুলের বাগান। তার মাথায় মনি ঋষিদের মত খোপা ছিল, মুখ ভর্তি দাড়ি। একাধিক রঙ্গিন কাঠ ও সুতোর মালা সাড়া গলায়। কব্জি ও কুনই সুতা ও কাপড়ে ভর্তি ছিল। উদম শরীরে যেখানে সেখানে চন্দনের ফোটা। হাতের মুঠোয় ফুল সব মিলে স্বর্গের দেবতার সাজে ছিল গুরুধন দাস। সর্বাঙ্গে ফুল সাজিয়ে নিজে নিজে বলে উঠল – আমি এখন নব্ব দ্বীপের নিমায়, গৌরাঙ্গ, আমি সেই গৌরাঙ্গ। এই বলে মিসন স্কুলের গেট থেকে বেলালের ফুলের দোকান পর্যন্ত পায়চারী করতে থাকে। আর ধর্মীয় মহা পুরুস নিমায় এর ভঙ্গীতে চলতে থাকে। মাঝে মাঝে কীত্তন গায় গুরুধন দাস পাগল। সে পাগল হলেও ধর্মীয় অনুভূতি তার সর্বাঙ্গে বিরাজমান। সে পথিকদের আনন্দ দেয় নিজেও আনন্দ পায়। দেখে মনে হয় নবদ্বীপের চৈতন্য মহা প্রভু তার উপর ভর করেছে।

Spread the love