শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ছবির নাম ভূমিকায় পরীমনি

প্রেমকে স্বর্গীয় উপহার বলা হয়। অথচ প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারে ধর্ম। তরুণ নির্মাতা রফিক শিকদার নির্মাণ করছেন ‘ওপারে চন্দ্রাবতী’ নামে চলচ্চিত্র। নতুন এ সিনেমায় তুলে আনা হবে এমন প্রেমের চিত্র। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমনি।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘নতুন বছর প্রথম সিনেমা হিসেবে ওপারে চন্দ্রাবতী-তে চুক্তিবদ্ধ হলাম। সিনেমাটির গল্প আমার ভালো লেগেছে। তা ছাড়া আমি এটির নাম ভূমিকায় অভিনয় করছি।’

ছবিটিতে তার বিপরীতে থাকছেন সায়মন সাদিক। ‘ওপারে চন্দ্রাবতী’ নির্মিত হবে মিম ফিল্ম প্রডাকশন হাউসের ব্যানারে।

এতে দেখা যাবে— বাংলাদেশি মুসলিম ছেলে ও কলকাতার হিন্দু পরিবারের মেয়ে চন্দ্রাবতী দুজনই কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীতের ওপর এমফিল করছে। তাদের অসম্প্রাদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, প্রগতিশীল চিন্তা একসময় প্রেমে পরিণতি পায়।

সময়ের ফেরে ধর্ম তাদের প্রেমে বড় বাধা হয়ে দাঁড়ায়। চন্দ্রাবতীর বাবা কলকাতার প্রভাবশালী এমপি। তিনি ছেলেটির ছাত্রত্ব ও ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

‘ওপারে চন্দ্রাবতী’ মুলত সীমান্তের দুই পাড়ে থাকা দুটি মানুষের প্রেমের আহাজারি— জানান পরিচালক।

রফিক শিকদার আরো জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ‘ওপারে চন্দ্রাবতী’র আনুষ্ঠানিক মহরত হবে। পয়লা এপ্রিল দৃশ্যায়ন শুরু হবে ভারতে।

Spread the love