বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই-এ্যাড. জুলফিকার হোসেন

এম. আর. মিজান ॥ বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. জুলফিকার হোসেন বলেছেন, নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের কাজ করতে হবে। যারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে তারা মাদকের সাথে জড়িত হয় না। আর যারা মাদকের সাথে জড়িত হয়ে পড়ে, তাদের জীবণ অকালে ধ্বংস হয়ে যায়। যার প্রমাণ আমাদের সমাজে হাজারো রয়েছে। তাই আমাদের সন্তানদের স্বার্থে আমাদের এ বিষয়গুলো চিন্তায় আনতে হবে। আমাদের উচিৎ- প্রত্যেক শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের উন্নত পরিবেশ প্রদান করা। আমরা সকলে এ কাজ করতে পারলে দেশ মাদকমুক্ত হবে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সহায়ক হবে। ১১ সেপ্টেম্বর বুধবার বিকালে সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত “মাদককে না বলুন-ক্রীড়াকে হ্যাঁ বলুন” শ্লোগানে ৪৮তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন খেলায় ছেলেদের স্কুলের মধ্যে বিজয়ী দল মহেষপুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন। এ গ্রুপে রানার আপ হয় দেউর উচ্চ বিদ্যালয়। এছাড়া মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর রানার আপ হয় কড়ই দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়।

Spread the love