শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নদী -প্রদীপ কুমার বর্মন

নদী, তুমি কী ভুলেছ আমাকে ?

আমিতো ভুলতে পারিনি তোমার কথা।

তোমার চুম্বনে আমার হৃদয়ের

প্রবাহিনী ওঠেছিল শিহরে

আজ কেন নীরবতা।।

আমার দু’কুলে ছিলে তুমি

আঁকড়ে ধরে ছিলাম তোমাকে।

তোমার হৃদয়ের ভালবাসার স্রোতে

ভেসে দিয়েছিলে আমাকে।।

আজ তুমি নেই, আমি বড় অসহায়

আমার সুপ্ত মনে আজ উষ্ণতার ঢেউ,

জ্বলছে হৃদয় পুরছে মন,

সুনামি আর সিডর গেল, দেখলনা কেউ।।

জানি, তুমি আজ অনেক দূরে,

তোমার আমার অনেক ব্যবধান।

তেলের সাথে পানি যেমন

জমির সাথে আসমান।।

তবুও বলছি নদী তোমাকে

তোলনা তোমার নিষ্ঠুর ঢেউ।

ভেঙ্গে যাবে এ হৃদয় আমার

বাঁচাতে পারবে না কেউ।।

Spread the love