বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জের আলোকিত নারী মৎস্য চাষী জয়নব

নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর): দিনাজপুরের নবাবগঞ্জে প্রযুক্তি ভিত্তিক মৎস্য প্রশিক্ষন নিয়ে দারিদ্রতা নির্মম কষাঘাত কে পেছনে হঠিয়ে আলোকিত জীবন খুঁজে পেয়েছেন নারী মৎস্য চাষী জয়নব। নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্ঠপুর গ্রামের কহিনুরের স্ত্রী জয়নব বেগম। পারিবারিক অভাব অনটনে দিন কাটত তার পরিবারের। মৎস্য চাষ ফিরে দিয়েছে জীবনের স্বপ্ন । বাড়ি সংলগ্ন মজা পুকুর খনন করে মৎস্য চাষ শুরু করে সে। উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে মাছ চাষের বিভিন্ন উপকরণ হিসাবে ২ লাখ টাকা দেওয়া হয় তাকে। এ টাকা দিয়ে পথ চলা। নিজের ও অন্যের জমি লিজ নিয়ে দেশি প্রজাতির বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করে। পুকুরে মাছ ছেড়ে দিয়ে পরিচর্যা করেন তিনি বর্তমানে মাছ চাষ করে পরিবারের স্বচ্ছলতা ফিরে এনেছেন। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম জানান নারীরা কর্মক্ষেত্রে যে বিশেষ অবদান রাখতে পারে তার দৃষ্টান্ত জয়নব বেগম। তার মাছ চাষ দেখে পার্শ্ববতী শিক্ষিত বেকার নারীদের মাছ চাষে আগ্রহ সৃষ্টি হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহম্মেদ জানান তার পুকুরে মাছ উৎপাদন ভাল হয়েছে একজন নারী হয়ে মাছ চাষে অবদান রাখায় উপজেলা পর্যায়ে মৎস্য সম্পাহ পালনে তাকে ক্রেষ্ট দেওয়া হয়েছে। মৎস্য চাষী নারী জয়নব জানান সরকারি ভাবে আরো আর্থিক ও কারিগরি সহযোগিতা পেলে মৎস্য চাষ প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হবে। এখন আলোকিত জীবন তার।

Spread the love