শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে আদিবাসী ইস্যুতে মিডিয়া এডভোকেসী সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসী ইস্যুতে গণমাধ্যমের ভুমিকা সম্পর্কিত মিডিয়া এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে আদিবাসী একাডেমিতে গণমাধ্যম, আদিবাসী নেতৃবৃন্দ ও এনজিও কর্মীদের সাথে বৃহস্পতিবার ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচী-আদিবাসী প্রকল্পের আয়োজনে সভায় এনডিএফ এর নির্বাহী পরিচালক ভিক্টর লাকড়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিবিআর প্রকল্পের জেলা প্রতিনিধি মহসিন আলী, কেন্দ্রিয় কার্যালয়ের দলনেতা আলবেরিকুশ খালকো ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের আইডিপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা। সভায় আলোচকগন জাতীয় ও আমত্মর্জাতিকভাবে গৃহিত আদিবাসীদের অধিকার, ভূমি দখল, মানবাধিকার লঙ্ঘন, জীবন জীবিকা গণমাধ্যমের মাধ্যমে জনসাধারনের কাছে উপস্থাপন করে আদিবাসীদের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখার আহবান জানান।

Spread the love