শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ কেন্দ্রের ঝড়ে পড়া গাছ হজম করলেন চিকিৎসক

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ক্যাম্পাস চত্ত্বরে থাকা ঝড়ে পড়া মেহগনী ও আকাশমনী গাছ অবৈধভাবে কর্তন করে বিক্রয়লব্ধ হজম করার বিরুদ্ধে ওই কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল চিকিৎসক আব্দুল মাবুদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

 

গত ২৩ শে জুলাই সরেজমিনে গিয়ে দেখা গেছে- সকাল সাড়ে ৯টার সময় অতিক্রম করে চলেছে এ অবস্থায় পরিবার কল্যাণ কেন্দ্রের প্রধান গেটের ভিতর থেকে তালা ঝুলতেছিল। ১৫ মিনিট পর ভিতর থেকে ২জন ছেলে এসে দরজা খুলে দেয়।

 

পরিবার কল্যাণ কেন্দ্রের নৈশ্য প্রহরী আবেদ আলীর আপন ভাগিনা প্রহরীর দায়িত্ব পালন করে থাকে। নৈশ্য প্রহরীর ভাগিনা রাসেল ও রেজভি জানায়- তারা মাঝেমধ্যে নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করে থাকে। ক্যম্পাস চত্ত্বরের ভিতরে দেখা গেল, ৫টি আকাশমনি ও মেহগনীর গাছ করাত দিয়ে কর্তন অবস্থায় মোতাগুলো পড়ে রয়েছে।

 

এলাকাবাসী ও অবস্থানরত ওই ২ ছেলে জানায়- ডাঃ আব্দুল মাবুদ গাছগুলো বিক্রি করেছেন।

 

এ বিষয়ে ওই কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শীকা জাহানারা খানম জানান- গাছ কাটার বিষয়ে আমি কিছুই বলতে পারবো না।

 

এ বিষয়ে ডাঃ আব্দুল মাবুদের সাথে যোগাযোগ করা হলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

 

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজাউল বারী’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- তদন্ত করে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

Spread the love