শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ শুমারি শুরু

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : ‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি-২০১৯ এর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান, নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ২৭/০৫/২০১৯ হতে শুমারি শুরু হয়েছে। গননাকারী সুপারভাইজার ৩০৭ জন জোনাল ৪ জন প্রতিটি পরিবারে গিয়ে কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য সংগ্রহের কাজ চলছে। তিনি আরো জানান, বাংলাদেশ পরিসংখ্যন বুরো সারাদেশে শহর ও পল্লী এলাকায় কৃষি শস্য মৎস্য ও প্রাণিসম্পদ শুমারি ২০১৮ শীর্ষক প্রকল্পের আওতায় এ জরিপ কার্যক্রম চলছে।

Spread the love