মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে। এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা/২০১৮ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ বিতরণ করেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. শরীফ হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা অহিদুজ্জামান, গরীবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

Spread the love