শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে গুরুত্বর আহত বিলকিসের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম. এ সাজেদুল ইসলাম(সাগর) : আদালতের নির্দেশে জমি বুঝে দেয়ার সময় দু’পক্ষের সংঘর্ষে দিনাজপুরের নবাবগঞ্জে ১নং জয়পুর ইউয়িনের চককরিম গ্রামে নারী বিলকিস বেগম প্রতিপক্ষের ধারালো অস্ত্রের উপর্যপুরী আঘাতে মাথা রক্তাক্ত গুরুত্বর জখম হয়ে মাটিতে লুটে পড়ে। এ ঘটনায় এলাকাবাসী আহত নারী বিলকিসকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রায় দেড় মাস পর ৮ই অক্টোবর মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে তথ্যটি নিশ্চিত করছেন ১নং জয়পুর ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আয়নুল হক। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আলম জানান- ওই ঘটনায় অপরপক্ষের লিটন নামের এক যুবক ধারালো ছুরির আঘাতে মৃত্যু বরণ করেছিল। এ নিয়ে ওই ঘটনায় ১ নারীসহ ১ যুবককে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় পৃথক পৃথক ৩টি মামলা নবাবগঞ্জ থানায় দায়ের হয়েছে। মামলাগুলো তদন্ত করছেন আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিমল চাকি। মঙ্গলবার সকালে বিলকিসের মরদেহ গ্রামের বাড়ীতে আসলে শোকের মাতম পড়ে যায়। এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় নিহতদের সুষ্ঠ বিচারের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

Spread the love