শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস। সব শ্রেণী-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে আজ ২ ফেব্রুয়ারীকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ-গড়বো সোনার বাংলাদেশ’’এই প্রতিপাদ্যকে  সামনে রেখে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আরাফাত হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ আরাফাত হোসেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, মৎস্য অফিসার মোঃ শামিম, উপজেলা আওয়ামীলীগের আমির হোসেন, বনিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সবাপতি এম রুহুল আমিন, আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন পর্যায়ের স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাঁর বক্তব্যে বলেন, বিক্রেতা ও ভোক্তা দুজনকেই সচেতন হতে হবে তবেই, খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব। ্ আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শেষ হয়।

Spread the love