শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ড্রাগন বাগান মোস্তাফিজুর রহমান এমপির পরিদর্শন

মোঃ আব্দুল মান্নান, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুররের নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের সাবেক সেনা সদস্য মোঃ জহুরুল ইসলামের ড্রাগন, মালটা, চায়না কমলা, দার্জিলিং কমলা, আম, থাই পেয়ারা বাগান পরিদর্শন করলেন দিনাজপুর ৫ এর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। মোঃ জহুরুল ইসলামের ড্রাগন ১০বিঘা, কমলা ১০বিঘা, পেয়ারা ৩০বিঘা,আম ২০বিঘা জমির উপর গড়ে তুলেছেন এক সবুজের সমাহার। রাস্তার তুই ধার দিয়ে নানা ফুলের রঙ্গে সোভা পাচ্ছে তার বাগান। বুধবার সকালে বাগান পরিদর্শন কালে দার্জিলিং কমলার একটি চারা রোপন করে কমলা চাষের উদ্ধোধন করেন সাংসদ।  এ সময় উপস্থিত ছিলেন ১নং জয়পুর জয়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউ,পি সদস্য মোঃ ছানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, ৯নং কুশদহ ইউনিয়ন আঃ সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক  মোঃ সাজেদুর রহমান দুদু, আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ বিমোল কুমার চাকী। জহুরুল ইসলাম ইচ্ছা প্রষন করেন আমি নিজের উদোগ্যে এতদুর এসেছি। পরবর্তী পরিল্পনায় আছে সৌদি খেজুর, ত্র্যাবোকাডো, রামভুটান, বারো মাসি আম চাষ করার প্রস্তুতি চলছে। আমি সকলের সহযোগিতা পেলে এলাকার বেকার যুবক দের নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। পরিদর্শন কালে এম,পি মোঃ মোস্থাফিজুর রহমান বলেন জহুরুল ইসলামের এই গ্রীন জোনের সুফল সুধু সেই পাবেনা আমাদের অত্র এলাকার মানুষদের শুধু ধান চাষের উপর নির্ভরশীলতাকেও কমিয়ে দেবে। মানুষ সহজে হাতের কাছে নানা ধরনের ফল মূল পাবে ও বাজার জাত করবে।  তাতে করে এলাকার মানুষ লাভবান হবে।

Spread the love