শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর)এম এ সাজেদুল ইসলাম (সাগর) : সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম , উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান ,  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী তালুকদার উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ প্রমুখ।আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।  এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিবস পালনে নবাবগঞ্জ ,বিরামপুর , হাকিমপুর , ঘোড়াঘাট উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৬আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিকের নেতৃত্বে এক শোক র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোছাঃ পারুল বেগম, ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, উপজেলা যুব লীগের আহবায়ক রায়হানুল কবির রানা, ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা শেষে উপজেলা য্্ুব উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষন  প্রাপ্ত যুবকদের মাঝে ঋনের চেক তুলে দেন সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান  ও  যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা দায়িত্ব পালন করেন মোঃ শহীদুল ইসলাম।

Spread the love