শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে বোরো বিজতলা তৈরি করতে মাঠে নেমেছে কৃষক

নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)ঃ দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধান কর্তন শেষ হতে না হতেই বোরো চাষের জন্য বিজতলা তৈরির কাজ শুরু করেছে কৃষক। উপজেলার ক্ষুদ্র প্রান্তিক শ্রেনির কৃষকেরা জানায় আমন ধান আশানুরুপ ফলন হয়েছে। একদিকে চলছে কর্তন মাড়াইয়ের উৎসব অন্যদিকে আগাম বোরো ফসল উৎপাদনের জন্য বিজতলা তৈরির কাজ। উপজেলার ৯টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে খামার যান্ত্রিকিকরন প্রকল্পের আওতায় কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে উচ্চ ফলনশীল ও উফশী জাতের ধানের চারা বিজতলায় ফেলছে উৎপাদনের সাথে জড়িত থাকা কৃষকেরা। এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো লক্ষমাত্রা নির্ধারনের পত্র তিনি পাননি। তবে বিজতলা তৈরি কাজে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে ইউনিয়ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।

Spread the love