মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে সামাজিক সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়ন বিষয়ক সেমিনার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সামাজিক সুরক্ষা শীর্ষক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কাশিপুর দাখিল মাদ্রাসা মাঠে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নবাবগঞ্জ শাখার প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ। এছাড়াও উক্ত আলোচনা সভায় গোলাপগঞ্জ ইউনিয়নের বিট পুলিশিং এর দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পুলিশপরিদর্শক মোঃ বদিউজ্জামান, স্থানীয় সকল মসজিদের ইমামগন এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। এ ছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও মাদককারবারীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। তিনি ইসলামিক রিলিফ এর কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং সামাজিক সকল কর্মকান্ডে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সেমিনারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয়, আইনী সহায়তা, নারী অধিকার, যৌতুক ও বাল্যবিবাহ, প্রতিরোধ সহ মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা মুলক আলোচনা হয়।

Spread the love