শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে সড়কে চলছে জমজমাট ওভারলোড ব্যবসা

মোঃ আঃ মান্নান, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি। সারা দেশে যখন নিরাপদ সড়কের দাবীতে সোচ্চার সকলে সেখানে দিনাজপুরের নবাবগঞ্জে যান বাহনে জমাজমাট ওভারলোড ব্যবসা চলছে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা গেছে- মধ্যপাড়া কঠিন শিলা থেকে প্রতিদিন অংসখ্য ট্রাক/লড়ি যোগে কঠিনশিলার পাথর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কঠিন শিলাতে একটি ট্রাক/লড়িতে তার বহন ক্ষমতার অতিরিক্ত পাথর উত্তোলন করতে দেয় না। ফলে কঠিন শিলা কর্তৃপক্ষের নিকট একটি ট্রাক/লড়িতে নির্ধারিত পরিমান পাথর উত্তোলন করেন। কিন্তু কঠিন শিলা থেকে সামান্য দুরে উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের শালবাগান কামারপাড়া নামক স্থানে ফুলবাড়ী মিঠাপুকুর এশিয়ান হাইওয়ে সড়কে এসে কঠিনশিলা থেকে আসা ২টি ট্রাক/লড়ি পাশাপাশি দাঁড় করিয়ে দুই ট্রাকের পাথর এক ট্রাকে উত্তোলন করা হয়। অতিরিক্ত দ্বি-গুন লোড নিয়ে সেই ট্রাক/লড়িটি ঝুকিপুর্ন অবস্থায় দেশের বিভিন্ন স্থানে তার গন্তব্য স্থলে রওনা হয়। ফলে দুই ট্রাকের ভাড়া আয় করছে এক ট্রাক। এ কাজে এলাকার একটি সিন্ডিকেট ট্রাক/লড়ি চালকদের সহায়তা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এছাড়াও উক্ত স্থানে রাস্তায় দাড় করিয়ে পাথর আনলোড করার সময় প্রতিদিনই ঘটছে ছোট খাট দূঘটনা, যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার অসঙ্কা করতে এলাকাবাসী। আর এই ঝুকি পুর্ন ট্রাক/লড়ি রাস্তার ক্ষতি সহ দেশের বিভিন্ন স্থানে ঘটাচ্ছে দুর্ঘটনা। অচিরেই এই ব্যবসা বন্ধ করে জন সাধারনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে যথাযথ কর্তৃপক্ষ এমনটি দাবী জানিয়ে এলাকাবাসী।

Spread the love