শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ৮০ শতাংশ জমির ধানের গাছ বিষ প্রয়োগে ক্ষতিসাধন

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.এ সাজেদুল ইসলাম(সাগর)॥ দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে ৮০ শতাংশ জমির ধানের গাছ বিষ প্রয়োগ করে ক্ষতিসাধনের অপরাধে উপজেলা কৃষি কর্মকর্তার বরাবরে অভিযোগ দাখিল হয়েছে। জানা গেছে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপু (কুটিপাড়া) গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের পুত্র সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জানান, নবাবগঞ্জ উপজেলার নয়ানী রাঘবেন্দ্রপুর মৌজায় জেএল নং-৫৬, দাগ নং-১৬৭১, রকম- ডাঙ্গা, পরিমাণ- ২৫ শতাংশ অপর দাগ নং- ১৬৭৪, রকম- দলা, পরিমাণ- ১৫ শতাংশ অপর ৮৯০ দাগে, রকম- দলা, পরিমাণ- ৪০ শতাংশ মোট= ৮০ শতাংশ জমিতে থাকা ধানের গাছগুলোতে বিষ ছিটিয়ে দেয়। এ কারণে ৫ দিন ধরে ধানের গাছগুলো পুড়ে গেছে। এ ঘটনায় জমির মালিক লিয়াকত আলী, সাবেদুল ইসলাম, মোকছেদ আলী, সৈয়দ আলী, সাজ্জাদ আলী, মোকতুজার রহমান, রিফাত আলীর নাম উল্লেখ করে ৯ অক্টোবর উপজেলা কৃষি কর্মকর্তার বরাবরে অভিযোগ দাখিল করেছেন। জমির মালিক আরোও জানান, গত বছরেও তার প্রতিপক্ষরা ওই জমিগুলোতে বিষ ছিটিয়ে ফসল পুড়িয়ে দিয়েছিল। সে সময় তিনি থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ ১৩ জনের নাম উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এভাবে ফসলের ক্ষতি করায় তিনি আর্থিক ও মানুষিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ ঘটনাতেও তিনি মামলা করবেন বলে সাংবাদিকদের জানান। এ ঘটনায় অভিযুক্ত মোকতুজার রহমানসহ ২/১ জনের সাথে কথা বললে তারা জানান, রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগ করে ধান পুড়িয়ে দিয়েছে তা আমরা জানি না।

Spread the love