মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.এ সাজেদুল ইসলাম(সাগর) : ৬ ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস পালনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের অংশগ্রহণে র‌্যালি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলিত হয়ে মুক্ত দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা আ’লীগের সহ:সভাপতি ডাঃ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সা:সম্পাদক জিয়াউর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, খলাছুর রহমান, মোহাম্মদ আলী সিদ্দিকীসহ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সা:সম্পাদক ও নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার জানান- ১৯৭১ সালের এই দিনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পাকিস্তানি বাহিনীমুক্ত হয়। স্বাধীনতাযুদ্ধে উত্তরাঞ্চলের কয়েকটি বড় সম্মুখযুদ্ধ হয়। এর মধ্যে এই উপজেলার ভাদুরিয়ার যুদ্ধ উল্লেখযোগ্য। কৌশলগত কারণে ভাদুরিয়া ছিল গুরুত্বপূর্ণ এলাকা। দিনাজপুর-ঘোড়াঘাট হয়ে গোবিন্দগঞ্জ ও বগুড়া যাওয়ার মহাসড়কের ওপরেই ভাদুরিয়া গ্রাম। এ ছাড়া ভাদুরিয়া থেকে উত্তরে দাউদপুর হয়ে নবাবগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ এবং দক্ষিণে ডুগডুগি-বলাহার হয়ে পাঁচবিবি, পশ্চিমে হিলি হয়ে জয়পুরহাট জেলা। পাকিস্তানি সেনাবাহিনী ভাদুরিয়ায় কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ভাদুরিয়ায় তিন থেকে পাঁচ দিনব্যাপী যুদ্ধে পাকিস্তানের ৮২ ও ভারতের ৫৫ সেনা নিহত হয়। ভাদুরিয়া পতনের পর ১১ ডিসেম্বর হিলি ও গোবিন্দগঞ্জে এবং ১২ ডিসেম্বর ঘোড়াঘাটে পাকিস্তানি সেনাবাহিনীর পতন হয়।

Spread the love