শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগেশ্বরতে শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা স্বপ্ন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : নতুন প্রজন্মকে আলোকিত জীবনের স্বপ্ন দেখাতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষা স্বপ্ন মেলা’২০১৮ অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল দিনব্যাপী শিক্ষা স্বপ্ন মেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ওই দিন সকালে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ মাঠে মূল পর্বের অনুষ্ঠানে মিলিত হয়। পরে আলোচনা সভা, ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, ২০১৭ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, মৃত্যু বরনকারী শিক্ষক পরিবারকে মরোনোত্তর অনুদান প্রদান, অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলার ৫ জন সফল ব্যাক্তিকে সংবর্ধনা, সর্বোচ্চ ফলাফল অর্জনসহ সফল শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক ও শিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের যৌথ সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, মোস্তফা জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের কাজী, ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খোন্দকার বেলাল মাষ্টার, মহিলা কলেজের অধ্যক্ষ নাছিমুল ইসলাম মন্ডল রবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি এস এম শাহ আলম সরকার, সাধারন সম্পাদক আনিছুর রহমান, বণিক সমিতির সভাপতি নরুন্নবী দুলাল, বিশিষ্ঠ ব্যবসায়ী হারিসুল বারি রনি, খায়রুল আলম, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, শিক্ষা ফাউন্ডেশনের প্রচার সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

Spread the love