শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে গণস্বাক্ষর কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে আশার আলো শিশু শিক্ষা কেন্দ্রের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার হাসনাবাদ ইউনিয়নের হাজীর হাট টালানাপা এমএলএ মোড়স্থ স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান আশার আলো শিশু শিক্ষা কেন্দ্র চত্বরে খাদ্য অধিকার আইনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্র“য়ারি পর্যন্ত ৩ দিন ব্যাপি গণস্বাক্ষর কর্মসূচি পালন করে তারা।

আশার আলো শিশু শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল হোসেনের নেতৃত্বে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে গণস্বাক্ষর গ্রহণ করেন- মোসলেম উদ্দিন, মেহেদী হাসান, আশরাফুল আলম, সোহেল, প্রিন্স হাবিব, জাহিদ হাসান, জাহাঙ্গীর, আব্দুল্লাহ ও পলাশ।

Spread the love