শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাট্য সমিতিতে নবরূপী প্রযোজিত নাটক ‘এও সম্ভব!’র সফল মঞ্চায়ন

নুর ইসলাম ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে জাতীয় নাট্যোৎসব ২০১৬ নবরূপী প্রযোজিত দিনাজপুর নাট্য সমিতি’র শতবর্ষ উৎসবে উৎসর্গিত দিনাজপুর তথা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নট, নাট্যকার ও পরিচালক শিবপ্রসাদ কর এর জীবন ভিত্তিক প্রামাণ্য নাটক ‘এও সম্ভব!’র সফল মঞ্চস্থ গত শনিবার ১২ নভেম্বর রাতে নাট্য সমিতি গৃহে সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নবরূপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ্। নবরূপীর সভাপতি আব্দুস সামাদ চৌধুরীর নিরলস তত্বাবধানে নাটকটি বাস্তবায়নে একটি কমিটি দিন-রাত কাজ করেছে। অনুষ্ঠানে তিনি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক রনজিৎ কুমার সিংহসহ অন্যরাও তাদের ধন্যবাদ জানিয়েছেন। একদল নতুন শিল্পী ও কলাকুশলীর অংশগ্রহনে নাটকটি হয়ে ওঠে উপভোগ্য ও প্রাণবন্ত। নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেন তারা হলেন- গুরু-শাওন, শিষ্য-জন, রনি, রিপন ও রুবেল, মন্মথ রায়- মানস কুমার ভট্টাচার্য্য, মুখোশ-১- রনি, নীলা কর- নীনা, মুখোশ-২- জন, টেপোমনি-স্মৃতি, শীলা কর-সুমি, মিঃ হ্যারউড- কামাল রফিকুল আলম বাবু, উপস্থাপক-শিশির, সা’দত আলী আকন্দ-এসএম চন্দন, এম.আর আখতার মুকুল- শাওন, বুলু- মোশারফ, মকবুল- ফরিদ, শিব প্রসাদ কর- মিজানুর রহমান মিজু, নৃত্যশিল্পী- নীপা, শিউ, নাইস, আশা, আঁখি, অলিভা, শীলা ও সানি, শিব-তমাল, সঙ্-প্রণব, দেবপ্রসাদ কর-রিপন, ঢাকাইয়া- বিশাল, ষষ্ঠী নন্দী- প্রণব, রমেশ দত্ত- আকবর আলী, কুমার রায়- মোশারফ, কালী বাগদী- তমাল, উকিল- আকবর আলী, জজ-শাহ্ ই মবিন জিন্নাহ, জুরি-রুবেল, সুশীল-রুবেল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-শামীম রাজা, ঢোল বাদক-১- প্রণব, ঢোল বাদক-২- কামাল রফিকুল আলম বাবু, গায়ক-আবুল কালাম আজাদ। এছাড়া কুশলীগণের মধ্যে ছিলেন- মঞ্চসজ্জায়- মোশারফ, রূপসজ্জায়- শামীম রাজা, আলো প্রক্ষেপন- বিশাল, চিত্র প্রক্ষেপন- রাজিউদ্দীন চৌধুরী ডাব্লিউ, নৃত্য পরিচালনা- রওনক আরা হক নীপা, সঙ্গীত ও আবহ- সুষ্ময় ও কামাল রফিকুল আলম বাবু, শব্দ প্রক্ষেপন-রিপন, দলনেতা- একেএম মেহেরুল্লাহ বাদল এবং সহযোগী মোঃ নুরুজ্জামান।

Spread the love