শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে পালিত হলো বিশ্ব মুখ গহবর স্বাস্থ্য দিবস

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে ডেন্টাল সার্জন্স এসোসিয়েশন দিনাজপুর এর আয়োজনে বিশ্ব মুখ গহবর স্বাস্থ্য দিবস।

বালুবাড়ীস্থ পল্লীশ্রী অডিটোরিয়ামে ২৮ এপ্রিল শনিবার সাইনটিফিক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে ডেন্টাল সার্জন্স এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি মোঃ জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি’র মহাসচিব প্রফেসর ডাঃ হুমায়ুন কবীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএম দিনাজপুরের সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ বিকে বোস। শুভেচ্ছা বক্তব্য রাখেন অপসোনিন ফার্মার প্রোডাক্টস্ নির্বাহী মোঃ শাহদৎ হোসেন, ভাইস প্রেসিডেন্ট খুলনা বিভাগ ডাঃ নুর ইসলাম সরকার, জন প্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশের ডাঃ মোঃ শিবলী আহম্মেদ ওসমানী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ আব্দুস সালাম, রংপুর ডেন্টাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মেফতাউল ইসলাম মিলন ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ ওলি আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ একেএম ফজলুল করিম ও ডাঃ মঞ্জুরুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ এস অনুপম রায় ও ডাঃ তানজিলা তিসু। বক্তারা বলেন, বাঙালী জাতি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। এই প্রবাদ বাক্যটি এখন মিথ্যা প্রমাণিত হয়েছে। ডেন্টাল সার্জনরা এ ব্যাপারে আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগীদের সেবা করে আসছে। দাঁতকে ভালো রাখতে সাধারণ মানুষদের সচেতন করতে হবে। চিকিৎসার ব্যাপক উন্নয়নের স্বার্থে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দন্ত ইউনিট খুলতে হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতা আমরা কামনা করছি।

Spread the love