শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ কালব্যাপী কর্মসূচীর উদ্বোধন

রফিকুল ইসলাম ফুলাল, স্টাফ রিপোর্টার ॥ ‘ওরেঞ্জ দ্যি ওয়ার্ল্ড হার্ট মি টু’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে ১৬দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ দিবসের প্রচারাভিযান শুরু করেছে পার্টনারশিপ স্টেন্ডিং ইউনিট দিনাজপুর ।

দিনাজপুর বাঁশেরহাটে ব্র্যাক টার্ক মিলনায়তনে আয়োজিত ফোকাস গ্রুপ ডিস্কাশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনারা পারভীন, সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ্-ই-মবিন জিন্নাহ, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেন, আলোহা সোসাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মিনারা বেগম। মুক্ত আলোচনায় অংশ নেন মোঃ আব্দুল হানিফ, মোঃ আব্দুল হান্নান, তারেকুজ্জামান তারেক, জিয়াউর রহমান জিয়া, আরিফ, অলোক, সুরাইয়া আক্তার, শাহানাজ পারভীন। অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সভা, সেমিনার, মুক্ত আলোচনা মাধ্যমে সচেতন করার আহবান জানানো হয়। পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের বিভিন্ন স্তরের নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ১৬দিনব্যাপী প্রচারাভিযান চলবে।

Spread the love