শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচারাভিযান উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “নারীরা আজ অগ্রসর-চায় সমতা জীবন ভর”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্ক আয়োজিত ব্র্যাক সামাজিক ক্ষমতায়নকর্মসূচীর সহযোগিতায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচারাভিযান উপলক্ষে ৬ নভেম্বর বুধবার স্বার্দেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়ক সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে স্বার্দেশ্বরী স্কুলের হলরুমে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, বিদ্যালয় কমিউনিটি ওয়াচ কমিটির আহবায়ক মুক্তার পারভেজ খোকন, জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচীর ম্যানেজার মোঃ মতিউর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্র্যাক মেজনিন প্রকল্পের জেএসএস সোনীয়াপারভীন । শুভেচ্ছা বক্তব্য রাখেন মুকিদ হায়দার, মোঃ সামিউল্লাহ, মোঃ বাবুল রহমান, দেবাশিষ ভট্টাচার্য্য ও তসলিম পারভীন। বক্তারা বলেন, বিশ্বে প্রতি ৩ জনের একজন নারী নির্যাতনের শিকার। আমরা জানি ৮০ জন নারী জীবনের কোন না কোন সময়, কোন কোন না কোন ভাবে নির্যাতনের শিকার হয়ে চলছে। নির্যাতনের ফলে তাদের শারীরিক ও মানসিক ক্ষতি সঙ্গে সঙ্গে সামাজিক ও আর্থিক ক্ষতি হয়ে থাকে, যা সকল প্রকার উন্নয়নকে বাধাগ্রস্থ করে। আসুন নারী নির্যাতন প্রতিরোধে নিজে পরিবর্তিত হই এবং অন্রকে পরিবর্তিত হতে সাহার্য্য করি।

Spread the love