শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসার নতুন অভিযান ‘এক্সপিডিশন ফোর্টিএইট’

শুরু হতে যাচ্ছে নাসা-র এক্সপিডিশন ফোর্টিএইট। নতুন এই অভিযান শুরুর আগে মহাকাশচারীদের নাম প্রকাশ করল নাসা। আপাতত চলছে এক্সপিডিশন ফোর্টিসেভেন। রুশ-মার্কিন সেই যৌথ অভিযানে মহাকাশে গিয়েছেন আমেরিকার নভশ্চর জেফ উইলিয়ামস, রাশিয়ার ফ্লাইট ইঞ্জিনিয়ার ওলেগ স্ক্রিপোচকা ও অ্যালেক্সি ওয়েশেনিন।

এক্সপিডিশন ফোর্টিএইটে মনোনীত তিন নভশ্চর হলেন নাসা-র কেট রুবিন্স, রুশ মহাকাশচারী আন্তোনয় আইনেসিন এবং জাপানের তাকুইয়া ওনিশি। অভিযান শুরু হবে আগামী ৭ জুলাই, কাজাখস্তানের বৈকানুর রকেট উড়ান কেন্দ্র থেকে। রকেট মহাকাশে রওনা দেবে স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে। ৭ জুলাই থেকে আগামী চার মাস ওই তিন নভশ্চর কক্ষপথে কাটাবেন। অভিযান শেষ করে তারা পৃথিবীতে পা রাখবেন অক্টোবর মাসে। এই পুরো অভিযানটি হচ্ছে নাসা, ইএসএ ( ইউরোপিয়ান স্পেস এজেন্সি) , রাশিয়ার রুসকসমস, জাক্সা (জাপানিজ এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি) এবং কানাডা, ইতালি ও ব্রাজিলের স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে। গত ১৮ জুলাই ছ’ মাসের কক্ষপথ পরিক্রমণ সেরে পৃথিবীতে ফিরেছেন তিন নভশ্চর। রুশ নভশ্চরের নেতৃত্বে সেখানে গিয়েছিলেন এক মার্কিন ও এক ব্রিটিশ মহাকাশচারী৷ কক্ষপথ পরিক্রমার সময় নানা নতুন তথ্য তাঁরা ক্রমাগত পাঠিয়েছিলেন পৃথিবীতে। এক্সপিডিশন ফোর্টিসেভেনের শেষে এক্সপিডিশন ফোর্টিএইটেও জানা যাবে এই সৌরজগতের নীল গ্রহ সম্পর্কিত আরও বহু তথ্য ।

Spread the love