শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়ক জসিমের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জসিমের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার।

দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে বিএফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জসিম ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও ফাইট ডিরেক্টর। তার প্রকৃত নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানিগঞ্জের বক্সনগর গ্রামে তার জন্ম হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। ১৯৭৩ সাল থেকে অভিনয় জীবন শুরু হয়েছিল তার।

সিনেমা জগতে জসিমের আগমন হয় খলনায়ক হিসেবে। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ সিনেমায় প্রথমবার নায়ক হিসেবে হাজির হন তিনি। তখনই নায়ক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন জসিম। এরপর খলনায়ক হিসেবে আর অভিনয় করেননি এই অভিনেতা।

জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তের মেয়ে নাসরিনকে বিয়ে করেন।

জসিমের নামে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে।

জসিম প্রায় দুইশত সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘লালু মাস্তান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘মেয়েরাও মানুষ’, ‘স্বামী কেন আসামী’ উল্লেখযোগ্য।

Spread the love