শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রিতা’

ঘূর্ণিঝড় ‘বুলবল’র ক্ষত এখনো শুকায়নি ভারত ও বাংলাদেশের মানুষের মাঝে। এখনো ঘর পায়নি কিছু মানুষ। এরই মধ্যে ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় ‘রিতা’। তবে তা এশিয়ায় নয়, দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের দিকে। 

দেশটির পরিবেশবিদরা বলছেন, প্রত্যেক বছরই নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে দ্বীপরাষ্ট্রটির মানুষকে। সবশেষ গত বছর উত্তর-পূর্ব রাজ্য টোঙ্গায় আঘাত করেছিল ঘূর্ণিঝড় ‘গিতা’।

সে সময় বেশ ক্ষতির মুখে পড়তে হয় স্থানীয়দের। বহু ঘরবাড়ি নষ্ট হয়েছিল। প্লাবন হয়েছিল বিস্তীর্ণ এলাকাজুড়ে। 

দেশটিতে আঘাত হানতে যাওয়া এবারের ঘূর্ণিঝড়ের ‘রিতা’ নাম দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট। যা উপকূলের দিকে ধেয়ে আসছে। আগে থেকে সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া। ‘রিতা’ আঘাত হানার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

এ ব্যাপারে প্রথম সতর্কতা জারি করে ফিজির আবহাওয়া। খুব দ্রুতই এই ঘূর্ণিঝড় ক্যাটাগরি ওয়ান ট্রপিক্যাল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। ১১০ কি.মি প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে আসছে সেই ঝড়। আছড়ে পড়ার আগে এর গতি হতে পারে ১৬০ কি.মি। 

সাম্প্রতিককালে এটাই সর্বপ্রথম ট্রপিক্যাল সাইক্লোন। দ্রুত এই সাইক্লোন ‘ক্যাটাগরি-২’-এ পরিণত হবে বলে জানা গেছে। 

Spread the love