শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট।

এ বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ব্ল্যাকক্যাপসদের। কিন্তু, করোনাভাইরাসের প্রভাবে কিউইদের সফরটি পড়েছে দারুণ অনিশ্চয়তার মধ্যে। আগস্টে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলতে আসার কথা নিউজিল্যান্ডের। এই দুটি টেস্ট আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে অন্তভূক্ত। কিন্তু, বিশ্বজুড়ে করোনা বিস্তারের কারণে পরিস্থিতি উন্নতি না হওয়ায় সিরিজটি স্থগিতের মুখে পড়েছে। শুধু বাংলাদেশ সফরই না নেদারল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েষ্ট ইন্ডিজ সফরও নাকি অনিশ্চয়তার মুখে পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের । বিশ্বের অন্যদেশগুলোর মতো নিউজিল্যান্ডেও করোনায় আক্রান্ত প্রায় ৮শো মানুষ।

ডেভিড হোয়াইট বলেন, ব্যাপারটি খুবই হতাশার। আমরা যারা খেলাধুলা পছন্দ করি তাদের জন্য ব্যাপারটি কষ্ঠকর। কারণ সবাই নিশ্চয় জানানে করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু আমাদের নিজেদের নিয়ে ভাবলে হবে না, বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হবে। নিউজিল্যান্ডে করোনা এমন সময় আঘাত হেনেছে যে, গ্রীস্মকালীন মৌসুম শেষের দিকে। আর করোনার প্রভাবে পুরো বিশ্বই এক রকম লকডাউন্ডের মধ্যে চলছে। এমন অবস্থায় ক্রিকেট নিয়ে ভাবনার সময় নয়। 

Spread the love