শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের সদস্য দের অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট মঙ্গলবার বলেছেন, মালয়েশিয়ার নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের শোকার্ত সদস্য দের এই ‘অত্যমত্ম কঠিন সময়ে’ তাদের কেউ অস্ট্রেলিয়া সফরে আগ্রহী হলে আমত্মরিকভাবে স্বাগত জানানো হবে।  মালয়েশিয়া এয়ারলাইন্স তাদের নিখোঁজ বিমানের ২৩৯ জন আরোহীর পরিবারের সদস্য দের সোমবার জানিয়েছে, তাদেরকে ‘উদ্ধার এলাকায়’ নিয়ে যাওয়া হবে। ভারত মহাসাগরের দক্ষিণে প্রত্যমত্ম এলাকায় বিমানের ধ্বংসাবশেষের সন্ধ্যানে তল্লাশি তৎপরতা অব্যাহত রয়েছে। ওই বিমানের যাত্রীদের আত্মীয়-স্বজনদের ঘটনাস্থল দেখানোর জন্য সমুদ্র স্পষ্ট করে দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে কিনা সেব্যাপারে অ্যাবোট স্পষ্ট করে কিছু না বললেও অস্ট্রেলিয়া বিমানটির ধ্বংসাবশেষ সন্ধানকাজের নেতৃত্ব দিচ্ছে। তবে খারাপ আবহাওয়ার কারণে সাময়িকভাবে এ উদ্ধার তৎপরতা স্থগিত রয়েছে। এরফলে অনুসন্ধান মিশনে অংশ নেয়া বিমানগুলো দেশের পশ্চিমাঞ্চলে পাথের্র বাইরে দিয়ে উড়ছে। অ্যাবোট সাংবাদিকদের বলেন, নিখোঁজ বিমানের যাত্রীদের আত্মীয়-স্বজনদের ‘অত্যমত্ম কঠিন এই সময়ে’ তাদের কেউ অস্ট্রেলিয়া সফরে আগ্রহী হলে তাদেরকে স্বাগত জানানো হবে।         উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রেজাক সোমবার রাতে ঘোষণা দেন যে, বিমানটি ভারত মহাসাগরে বিধ্বসত্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমানটির কোন যাত্রী জীবিত নেই।

Spread the love